ভাস্কর চক্রবর্তী, কলকাতা:ডিজিটাল দুনিয়ায় নিজেদের উপস্থিতি আরও জোরদার করতে এবার 'সেনা' নামানোর পথে হাঁটল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি চালু করেছেন এক নতুন কর্মসূচি যার পোশাকি নাম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ (Ami Banglar Digital Joddha)। তৃণমূলের দাবি, এই কর্মসূচি ঘোষণার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ৫০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল মাধ্যমে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও অগ্রগতির বার্তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে তরুণ-তরুণীদের ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলার পক্ষে লড়াই করার জন্য আহ্বান জানানো হয়েছে। জানা গিয়েছে, এই কর্মসূচির অধীনে 'কন্টেন্ট ক্রিয়েটর', 'সোশ্যাল মিডিয়া ম্যানেজার' - এই মূল ভূমিকায় স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' নামে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে, যেখানে আগ্রহী তরুণ-তরুণীরা নিজেদের নাম নথিভুক্ত করছেন।
ডিজিটাল ময়দানে লড়াইয়ের ডাক:
কর্মসূচির সূচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে একটি ভিডিওবার্তায় ডিজিটাল দুনিয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, “নানা মাধ্যমে লড়াই চলছে। রাজপথ, সংসদের মতো সমাজমাধ্যম এবং ডিজিটাল দুনিয়াও এখন লড়াইয়ের জায়গা হয়ে উঠেছে। যা রয়েছে মোবাইলের স্ক্রিনে। যেখানে প্রতিনিয়ত বাংলা-বিরোধীরা কুৎসা, অপপ্রচার করছে।” এই ‘যোদ্ধা’দের তিনি এক একজন 'সেনা' (আর্মি) হিসেবে অভিহিত করেছেন।
কীভাবে হবেন 'ডিজিটাল যোদ্ধা'?
এই কর্মসূচির জন্য ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। যারা নিজেদের নাম ‘যোদ্ধা’ হিসাবে নথিভুক্ত করবেন, তাঁদের নাম, ফোন নম্বর, জেলা এবং বিধানসভা কেন্দ্রের নাম সেখানে জানাতে হবে। তৃণমূল সূত্রের খবর, বুথ পিছু অন্তত ১০ জনকে ‘ডিজিটাল যোদ্ধা’ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত নবীন এবং তরুণ প্রজন্মকে আহ্বান জানানো হয়েছে, যারা মোবাইলে স্বচ্ছন্দ, প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা রাখে, এবং রাজনৈতিক যুক্তিকে প্রতিষ্ঠিত করতে সক্ষম। ভিডিও তৈরি করা বা গ্রাফিকে পারদর্শী তরুণ-তরুণীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তৃণমূলের কর্মসূচির দিনই বিজেপির বৈঠক:
ঘটনাচক্রে, তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই ‘ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচির সূচনা করছেন, ঠিক সেই দিনই (বৃহস্পতিবার) বিজেপির ডিজিটাল তথা সমাজমাধ্যম বিভাগের গুরুত্বপূর্ণ বৈঠক সারেন বিজেপির সর্বভারতীয় প্রধান অমিত মালবীয়। রাজ্য দফতরে হওয়া এই বৈঠকে রাজ্য থেকে প্রথম সারির প্রতিনিধি এবং সর্বভারতীয় স্তরের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানে সমাজমাধ্যমকে কাজে লাগিয়ে আগামী কয়েক মাসে দলের নানা রাজনৈতিক ভাষ্যকে প্রতিষ্ঠার কৌশল নিয়ে আলোচনা হয়। বিজেপি সূত্রে খবর, দীপাবলি কাটলেই তাদের সকল সমাজমাধ্যম সৈনিককে ডেকে কর্মশালার আয়োজন করা হবে।
একদিকে তৃণমূলের নতুন 'ডিজিটাল সেনা' তৈরি এবং অন্যদিকে বিজেপির ডিজিটাল মাধ্যমের গুরুত্বপূর্ণ বৈঠক — এই দুই ঘটনাই আসন্ন নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক ময়দানে ডিজিটাল প্রচারের গুরুত্বকে আরও একবার সামনে আনল।
তৃণমূল সূত্রে খবর, বুথ পিছু অন্তত ১০ জনকে 'ডিজিটাল যোদ্ধা' করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আবেদনকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং বাছাই করা প্রায় ১৫ হাজার যোদ্ধাকে নিয়ে একটি সভা করারও পরিকল্পনা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির সূচনায় একটি ভিডিওবার্তাও দিয়েছেন। শাসকদলের এই উদ্যোগ ডিজিটাল প্রচারের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Share With:
Leave a Comment